Tuesday 13th May 2025
Tuesday 13th May 2025

গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ

গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ
গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ

গ্রামীণ ব্যাংক, মাদারীপুর জোনের ৬৮টি শাখার শীতার্ত সংগ্রামী সদস্যদের মধ্যে ৭শ’ কম্বল বিতরণ করে আলোড়ন সৃষ্টি করেছেন মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার মো. সাজেদুর রহমান।

তারই ধারাবাহিকতায় গত সোমবার ৯ জানুয়ারি মাদারীপুর জোনের অন্তর্গত শরীয়তপুর এরিয়ার দশটি শাখা- কেদারপুর, ভোজেশ্বর, আংগারিয়া, চিকন্দী, ঘড়িষার, জাজিরা, খোয়াজপুর, শৌলপাড়া, ডোমসার ও নড়িয়া শাখায় কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মো. মাজেদুর রহমান, জোনাল অডিট অফিসার এমদাদুল হক, এরিয়া ম্যানেজার এবিএম তারিকুজ্জামান, প্রোগ্রাম অফিসার, শাখা ব্যবস্থাপক ও সহকর্মীবৃন্দ।