
গ্রামীণ ব্যাংক, মাদারীপুর জোনের ৬৮টি শাখার শীতার্ত সংগ্রামী সদস্যদের মধ্যে ৭শ’ কম্বল বিতরণ করে আলোড়ন সৃষ্টি করেছেন মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার মো. সাজেদুর রহমান।
তারই ধারাবাহিকতায় গত সোমবার ৯ জানুয়ারি মাদারীপুর জোনের অন্তর্গত শরীয়তপুর এরিয়ার দশটি শাখা- কেদারপুর, ভোজেশ্বর, আংগারিয়া, চিকন্দী, ঘড়িষার, জাজিরা, খোয়াজপুর, শৌলপাড়া, ডোমসার ও নড়িয়া শাখায় কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মো. মাজেদুর রহমান, জোনাল অডিট অফিসার এমদাদুল হক, এরিয়া ম্যানেজার এবিএম তারিকুজ্জামান, প্রোগ্রাম অফিসার, শাখা ব্যবস্থাপক ও সহকর্মীবৃন্দ।