Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে দুইদিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে

শরীয়তপুরে দুইদিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে
শরীয়তপুরে দুইদিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে

বৃহসপতিবার ১২ জানুয়ারী থেকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ২’দিন ব্যাপি জেলা সাহিত্য মেলা-২০২২ শুরু হয়েছে। এই মেলার মধ্য দিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কবি সাহিত্যিকদের মিলন ঘটেছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমীর সমন্বয়ে সাহিত্য মেলা বাস্তবায়ন করেছেন শরীয়তপুর জেলা প্রশাসন।

বৃহসপতিবার ১২ জানুয়ারী সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ তালুতের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে মেলার উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক পারভেজ হাসাননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু।

বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছা: সুস্মিতা ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, সরকারী রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহাসহ আরো অনেকে। মেলায় খ্যাতনামা কবি সাহিত্যিকদের বই সহ স্থানীয় কবি সাহিত্যিকদের বইয়ের সমন্বয়ে প্রায় ২০টি স্টল বসেছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাহিত্যে মননশীল মানুষ নিতান্তই ভালো মনের হয়। তাদের মন সবসময় পরিষ্কার থাকে। এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের শ্রেষ্ঠ সাহিত্যিক ও কবি হিসেবে আখ্যায়িত করেন। কারন, তিনি ৭-ই মার্চে মনোমুগ্ধকর ভাষনের মাধ্যমে যেমন বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তেমনি সাহিত্যেরও জন্ম দিয়ে গেছেন।
এ সময় আলোচনা সভা শেষে সাহিত্যক ও ভাষা সৈনিক জালালউদ্দিন আহমেদ-এর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।