Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্তদের মাঝে মেহেদী জামিলের কম্বল বিতরণ

প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্তদের মাঝে মেহেদী জামিলের কম্বল বিতরণ
প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্তদের মাঝে মেহেদী জামিলের কম্বল বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিলের উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলায় অসহায় শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার ১৬ জানুয়ারী সকালে উপজেলার চন্দ্রপুরের নিজ বাড়িতে এ কম্বল বিতরণ করেন তিনি। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, মানবতার নেত্রী উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মানুষের পাশে এবং সকল দুর্যোগে কিভাবে থাকতে হবে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবিক কার্যক্রম চালিয়ে যাব। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, সেই দলের একজন কর্মী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ।