
সম্মিলিত সামাজিক আন্দোলন শরিয়তপুর জেলা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। শনিবার ২৮ জানুয়ারী শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও এডভোকেট মির্জা হযরত আলীর সভাপতিত্বে ও জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল শাহ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, ভাষা সৈনিক জালাল উদ্দিন আহমদ, কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজ কর্মী সুশীল চন্দ্র দেবনাথ এবং আইনজীবী ও সমাজ কর্মী এডভোকেট পিন্টু লাল শাহ। এছাড়া উপস্থিত ছিলেন, সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। সম্মেলন শেষে সম্মিলিত সামাজিক আন্দোলন শরিয়তপুর জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজের ভেতর যে সকল অনৈতিক কার্যকলাপ আছে, তার বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজবদ্ধভাবে যদি আমরা অন্যায় কর্মকান্ডের প্রতিরোধ গড়ে তুলি, তাহলেই সমাজ সুন্দর হবে।