Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষ্যে শরীয়তপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষ্যে শরীয়তপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষ্যে শরীয়তপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“স্মার্ট গ্রন্থাগার-স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থগার দিবস’-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (৫ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা প্রশাসন ও ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগার-এর উদ্যোগে ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগারে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো: পারভেজ হাসান-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: সাইফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ ও শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন। স্বাগত বক্তব্য রাখেন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগার-এর লাইব্রেয়ীয়ান জান্নাতুল ফেরদৌস। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, পাঠক-পাঠিকা ও জেলার বিভিন্ন গ্রন্থাগারের প্রতিনিধিদের পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে বই পড়ার বিকল্প নেই। বেশি বই পড়লে মেধা বিকাশ লাভ করে। এজন্য লেখক লেখিকাদের বই পাঠ করবো। এছাড়া বই পড়ার পাশাপাশি পিতামাতা, শিক্ষক ও বড়দের আদর্শে আমাদের সকলের মনোনিবেশ করতে হবে।