বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের মাঝে টিন, নগদ টাকার চেক ও ৩০ কেজি করে চাল বিতরন

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের মাঝে টিন, নগদ টাকার চেক ও ৩০ কেজি করে চাল বিতরন

শরীয়তপুর পৌরসভা, রুদ্রকর ও তুলাসার ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জনের মাঝে দুই বান্ডেল করে টিন, ৬’হাজার করে নগদ টাকা চেক ও ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক অধিদপ্তর কার্যালয় থেকে এ টিন, ৬’হাজার করে নগদ টাকা চেক ও ৩০ কেজি করে চাল প্রদান করেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন, চিকন্দী ইউনিয়নের চেয়ারম্যান আ: হাকিম মাদবরসহ অত্র ইউনিয়নের মেম্বারগণ। এছাড়া জেলা ও সদর উপজেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা আজ শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের বদৌলতে শরীয়তপুর পৌরসভা, রুদ্রকর ও তুলাসার ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ জনের মাঝে দুই বান্ডেল করে টিন, ৬’হাজার করে নগদ টাকা চেক ও ৩০ কেজি করে চাল প্রদান করেছি। এর আগেও উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা দূর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণ দিয়েছি।

দুই বান্ডেল টিন, ৬’হাজার করে নগদ টাকা চেক ও ৩০ কেজি করে চাল পেয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


error: Content is protected !!