Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জের সখিপুর থানা পুলিশের হাতে ৭ জুয়ারু আটক।

ভেদরগঞ্জের সখিপুর থানা পুলিশের হাতে ৭ জুয়ারু আটক।
ভেদরগঞ্জের সখিপুর থানা পুলিশের হাতে ৭ জুয়ারু আটক।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ৭ জুয়ারুকে আটক করেছে সখিপুর থানা পুলিশ ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়ার ছুরিরচর গ্রাম থেকে তাদের কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন সাং চরভাগা খুনি কান্দির বাসিন্দা মৃত মোখলেছ মোল্লার ছেলে সেলিম মোল্লা (৪২) উত্তর সখিপর মাধু সরকার কান্দি বাসিন্দা আব্দুর রহমান মোল্লার ছেলে চুন্নু মোল্লা (৪৫) উত্তর তারাবুনিয়া ছুরিরচর হাওলাদার কান্দির বাসিন্দা সামসুল হক হাওলাদার,(৪০) মৃত নুর হোসেন হাওলাদার এর ছেলে আবুল হোসেন (৫০) মৃত সামসুল হক মোল্লার ছেলে দাদন মিয়া মোল্লা (৪৬) উভয় সাং চরভাগা খুনি কান্দি, ছুরিরচর মুন্তাজ মাহমুদ কান্দির বাসিন্দা মৃত বাবুল খালাশীর ছেলে ইয়াজল খালাশী (২৮)সখিপুর আনু সরকার কান্দি বাসিন্দা সেকুল মাঝীর ছেলে আলাউদ্দিন মাঝী(২২)

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ এস আই নাজমুল, এস আই আলতাফ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার বিকালে উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচ গ্রামের নদীর পাড় জুয়ার আসর হতে ৯০.০৫৯টাকা, ৬ বান্ডিল তাস ও একটি প্লাস্টিকের টচ লাইট সহ ০৭ জুয়ারুকে আটক করে। এবং অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ০৭ জুয়ারুকে সখিপুর থানা পুলিশ আটক করে। আটককৃত ৭ জনের বিরুদ্ধে মামলা রজু করে সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।