
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদে মৎস্যজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ১,৩০০শত পরিবারের মাঝে ৪০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়। উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করেন সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী বিআরডিবি, কর্মকর্তা মজিবুর রহমান ভেদরগঞ্জ ,ইউপি সচিব মোঃ আবুল হোসেন, ও ইউপি সদস্য বৃন্দরা।
এসময় সঠিক নিয়মে চাউল পেয়ে খুশি উপকারভোগী ১৩ শত পরিবার।