
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-এর শরীয়তপুর আগমন উপলক্ষ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ছাত্রলীগ নেতা ও শরীয়তপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী অনিক মাদবর।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলার কৃতি সন্তান রাজিবুল ইসলাম বাপ্পি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এবং মো: রিয়াজ মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় এক ছাত্র সংবর্ধণা অনুষ্ঠানে আগমন উপলক্ষ্যে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ক্রিয়া বিষয়ক সম্পাদক বায়েজিদ কোতোয়াল, জেলা ছাত্রলীগ নেতা বাহাদুর সিকদার, মিজান মুন্সী, ইমন মাদবর, মেহেদী হাসান মুন্না, নিলয় মাদবর ও তুহিন দেওয়ানসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।