বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

দরিদ্র-বান্ধব বিচার ব্যবস্থা সময়ের দাবীঃ শেখ মফিজুর রহমান

দরিদ্র-বান্ধব বিচার ব্যবস্থা সময়ের দাবীঃ শেখ মফিজুর রহমান

শরীয়তপুর জেলার লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ০৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ। শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ( বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) স্বপন কুমার সরকার, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ প্রমুখ।

সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নিত করতে চাইলে সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার কোন বিকল্প নেই। দরিদ্র-বান্ধব বিচার সময়ের দাবী। এ লক্ষ্যেই দেশের দরিদ্র-অস্বচ্ছল নাগরিকদের আদালতের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা আইন, ২০০০ প্রণয়ন করা হয়েছে।

সভায় জাজিরা উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-কে আগামী মাসিক সভায় আমন্ত্রণসহ আগামী ১৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদে লিগ্যাল এইড বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উক্ত সভায় বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও সহায় সম্বলহীন বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদন-সহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


error: Content is protected !!