Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে মনুয়া ইসলামীয়া একাডেমীতে বার্ষিকী ক্রীড়া ও পুরষ্কার বিতরনী

শরীয়তপুরে মনুয়া ইসলামীয়া একাডেমীতে বার্ষিকী ক্রীড়া ও পুরষ্কার বিতরনী
শরীয়তপুরে মনুয়া ইসলামীয়া একাডেমীতে বার্ষিকী ক্রীড়া ও পুরষ্কার বিতরনী

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মনুয়া ইসলামীয়া একাডেমীতে বার্ষিকী ক্রীড়া, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মার্চ) বিকেলে একাডেমীর দক্ষিণ পাশ মাঠ প্রাঙ্গণে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ এবং এরআগে শুক্রবার বার্ষিকী ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মনুয়া ইসলামীয়া একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: আজিজ দপ্তরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র মো. রেজাউল করিম (রাজা ছৈয়াল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়গাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান (লিটন মোল্লা), বিশিষ্ট সমাজ সেবক আসাদুজ্জামান, আবুল খায়ের দপ্তরি।

এসময় একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মুনসুর আহমেদ (আবির), মো. মোজাম্মেল হোসেন দপ্তরি, মো. শামীম আকন (সজল), প্রধান শিক্ষক শ্যামলি আক্তার (শিমু) প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তারা।

বক্তারা আরও বলেন, দেখতে পারছি এই প্রতিষ্ঠানটি অনেক এগিয়ে যাচ্ছে। আশা করি এই প্রতিষ্ঠানটি জেলার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন তারা।

শনিবার সন্ধ্যায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন কলরবের কেন্দ্রীয় শিল্পী আবু রায়হান, রায়হান ফারুক, আবির মাহমুদ ও শেখ সাঈদ। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার ব্যক্তিবর্গের মাতিয়ে তোলেন শিল্পীরা।