বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

রমজানের আগে টিসিবি পণ্য পেয়ে শরীয়তপুরের উপকারভোগীরা খুশি

রমজানের আগে টিসিবি পণ্য পেয়ে শরীয়তপুরের উপকারভোগীরা খুশি

শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার সহ দুইটি ইউনিয়নের ৪৫২৭ জন রমজানের আগে বর্তমান বাজার মূল্যের অর্ধেক দামে টিসিবির পণ্য পেয়ে উপকার ভোগী পরিবারের মাঝে স্বস্তির ছায়া নেমে এসেছে। টিসিবি পণ্য কার্ডধারি উপকারভোগী পরিবারের মুখে ফুটে উঠেছে হাসি।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ “ক্ষুধামুক্ত করবো বাংলাদেশ”। যেখানে করোনার বৈশ্বিক মহামারীতে সারা পৃথিবী ছিল অস্থিতিশীল। গত এক বছর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের বাণিজ্য বাজারে প্রয়োজনীয় প্রতিটা পণ্যসহ খাদ্য সামগ্রী দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন আমার দেশের দুস্থ অসহায় পরিবারের একজনও ক্ষুধায় অভুক্ত থাকবে না। আমার পিতা মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও দেশের জনগণকে ভালোবেসে গেছেন, আমিও আমার পিতার মতো মৃত্যুর আগ পর্যন্ত এদেশের মানুষকে এবং এই দেশকে ভালবাসতে চাই। প্রতিবছর এদেশের সরকার লক্ষ কোটি টাকা ভর্তুকি দিয়ে সারাদেশে এক কোটি দুস্থ অসহায় পরিবারের মাঝে টিসিবির পণ্য খাদ্য সামগ্রী জেলা প্রশাসনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে।

শরীয়তপুর জেলার ছয়টি উপজেলায় সাতটি থানার মোট উপকারভোগীর পরিবারের সংখ্যা ৬৬ হাজার ৩৩ জন। গত বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩ সদর উপজেলায় পৌরসভার ৯টি ওয়ার্ড এবং দুটি ইউনিয়নে ৪৫২৭ জন কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়।

রমজানের আগে টিসিবি পণ্য পেয়ে উপকারভোগীর কারো কারো মুখে স্বস্তি ছিল দেখারমত। শরীয়তপুর জেলার অত্যন্ত কর্মঠ ও নিষ্ঠাবান সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান-এর নির্দেশক্রমে সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ এর শুভ উদ্বোধন করেন। উপকার ভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণ কালে সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, সময়মতো টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষের মাঝে পৌঁছাতে পেরে অনেক ভালো লাগছে। আমরা শরীয়তপুর সদরে কোন অনিয়ম ছাড়াই কার্ড ধারীদের মধ্যে পণ্য পৌঁছাতে পারছি।
#


error: Content is protected !!