
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু শিক্ষকদের দাবি দাওয়া শুনে সংশ্লিষ্টদের জানাবেন বলে আশ্বাস দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।
জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমীন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জিএম নুরুল হক, রফিকুল ইসলাম, জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আলী হোসেন, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মোতালেব হোসেন, নড়িয়া উপজেলা সভাপতি মোসলেউদ্দিন বাদল, গোসারহাট উপজেলা সভাপতি মোঃ আনোয়ার উদ্দিন শেখ, জাজিরা উপজেলার সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাদবর, জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সাংগঠনিক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ সম্ভুনাথ পোদ্দার, প্রচার সম্পাদক সাঈদ মাহমুদ প্রমূখ। এতে জেলায় কর্মরত বিপুল সংখ্যক মাধ্যমিক শিক্ষক অংশগ্রহণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |