
বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) – এর বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো-বাংলাদেশের সহযোগিতায় এ্যামপাওয়ারপ্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ মার্চ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বেলা ১২টায় শুরু হয়ে বিকাল ৩টায় সমাপ্ত হয়। উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন এসডিএস-এর নির্বাহীপরিচালক রাবেয়া বেগম। সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্প অবিহতকরণসভা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিবিকাশ চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহীদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি। এছাড়াও শরীয়তপুর সদও উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
দাতাসংস্থা এডুকো বাংলাদেশের সহযোগিতায় ও এসডিএস-এর বাস্তবায়নে প্রকল্পটি আগামী ৩ বছরের জন্য উল্লেখিত কর্ম এলাকায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে সুবিধা বঞ্চিত এলাকার কিশোর-কিশোরীও যুবরাতাদের সংগঠন শক্তিশালী করে নির্বিঘ্নে তাদেও অধিকার ভোগ করবে। কিশোর-কিশোরী ও যুবদের সমাজ রুপান্তওে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রতিনিধি হিসেবে ক্ষমতায়ন করা হবে।
প্রকল্পের মাধ্যমে ২০ টিকমিউনিটির অর্ন্তভুক্ত প্রায় ২০০০ কিশোর-কিশোরী ও যুবদেও জীবন দক্ষতা কারিগরি ও দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় পারদর্শিতা অর্জন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহন বাড়ানো, সমাজের বিভিন্ন অসংগতির (যেমন: নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ) বিরদ্ধে ইতিবাচক ভুমিকা পালন ইত্যাদি বিষয়নিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। যা আগামী ৩ বছর বাস্তবায়ন করা হবে।