
শরীয়তপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
এবছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী”। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, শরীয়তপুর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালুত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীরতপুর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ পারভেজ রহমান। এছাড়া উক্ত আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও দিবসের প্রতিপাদ্যকে ব্যাখ্যা করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুজন কাজী। অনুষ্ঠানে বক্তাগণ ভোক্তা অধিকার সংরক্ষণে নিরাপদ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ¦ালানির ব্যবহার হ্রাস করা প্রয়োজন মর্মে গুরুত্বারোপ করেন। এছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষনে সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।