
কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, অপ্রাপ্তবয়স্কদের মোবাইল ফোন থেকে বিরত রাখা, অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখা, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
সেমবার ৮মে সকালে সদর উপজেলার চিতলীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থানা পুলিশের ১২নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল হক।
পুলিশ সুপার সাইফুল হক বলেন, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আপনার পুলিশ, আপনার পাশে।
বিট পুলিশিং সভায় চিতলীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পালং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অক্তার হোসেন, আঙ্গারীয়া ফারি ইনচার্জ মাহিউদ্দিন, চিতলীয়া ইউনিয়ন শাখা আওয়ামীলীগ সভাপতি মাস্টার হারুন অর রশিদ হাওলাদার ও বিট অফিসার এসআই কোবায়েত প্রমূখ।
এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জুয়া ও বিশৃঙ্খলা কারীদের প্রতিহত করার আহবান জানান বক্তারা।