
শরীয়তপুর সদর(মনোহর বাজার)- ইব্রাহিমপুর ফেরীঘাট সড়ক উন্নয়ন প্রকল্পের এলএ কেস ০৩/২০২০-২১ এর আওতায় ভেদরগঞ্জ উপজেলার ৫০ নম্বর চর মহিষখালী মৌজার ১০.৪৩ (দশ দশমিক চার তিন) একর অধিগ্রহণকৃত ভূমির “দখল হস্তান্তর ” সম্পন্ন হয়েছে। প্রকল্পের উক্ত মৌজার অধিগ্রহণকৃত জমির দখল সম্পূর্ণভাবে প্রত্যাশী সংস্থা সড়ক ও জনপথ বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
বুধবার ১০ মে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর ভূইয়া রেদওয়ানুর রহমানের নিকট অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর দলিল আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন।
এ সময় অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জনাব মোঃ সাইফুদ্দীন গিয়াস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাসরিন বেগম সেতু সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও স্টাফগণ উপস্থিত ছিলেন।