Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম

শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম
শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম

শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। তাঁকে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ থেকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। ইতোপূর্বে ২০১৮ সালেও তিনি সিলেট জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে ছিলেন। এবার শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে মো.নজরুল ইসলামকে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কমর্রত অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশন কতৃক ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও মানবিক মূল্যাবোধ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও মানবাধিকার বৃত্তি -২০২১ উপলক্ষে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে বিভাগীয় কমিনারের হাত থেকে সম্মাননা লাভ করেন। তিনি ১৯৯৪ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন। মোঃ নজরুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দীর্ঘ ২৯ বছর যাবত চাকুরি করছেন। ডামুড্যা উপজেলায় ২০২২ সাল থেকে তিনি কর্মরত আছেন। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লাউতারা গ্রামে ১৯৬৯ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর প্রয়াত পিতার নাম মো. মাইনুদ্দিন শেখ ও মাতার নাম মৃত উজ্বালা বেগম। অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপক, স্কাউট বান্ধব, শিক্ষা বান্ধব, প্রতিটি প্রতিষ্ঠান সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং, পরিদর্শক ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাঁকে জেলায় সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং ডায়নামিক মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে ডামুড্যাতে পরিচিতি লাভ করেন।