Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

উপমন্ত্রী শামীমের সঙ্গে নেপালের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

উপমন্ত্রী শামীমের সঙ্গে নেপালের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
উপমন্ত্রী শামীমের সঙ্গে নেপালের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র সঙ্গে নেপালের পানি সম্পদ, জ্বালানী ও সেচ মন্ত্রনালয়ের সচিব গোপাল প্রসাদ সিগদেল এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে উপমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

ওই প্রতিনিধি দলে ছিলেন, নেপালের পানি সম্পদ, জ্বালানি ও সেচ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শিশির কৈরালা, জল সম্পদ ও সেচ বিভাগের মহাপরিচালক এম.আর. সুশীল চন্দ্র আচার্য, জ্বালানি মন্ত্রনালয়ের জল সম্পদ ও সেচ বিভাগের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইয়াগেন্দ্র মিশ্র, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সেকশন অফিসার হরিহর কান্ত পাউডেল। এসময় বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ এবং নেপালের মধ্যে নদনদী ও পানি সম্পদ উন্নয়ন সম্পর্ক কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে আলোচনা হয়।
পরে উপমন্ত্রী এনামুল হক শামীম নেপাল থেকে আগত প্রতিনিধিদলের সদস্যকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকা উপহার দেন।

এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা নেপালের প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন পানি সম্পদ উপমন্ত্রী।
অন্যদিকে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন নেপালের পানি সচিব।

জানাগেছে, বাংলাদেশ ও নেপালের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ নিবিড় সম্পর্ক বিদ্যমান। এছাড়াও পাশাপাশি দুই দেশের স্বার্থ অক্ষুন্ন রেখে আগামীতে বাংলাদেশ এবং নেপালের মধ্যে নদনদী ও পানি সম্পদ উন্নয়ন সম্পর্ক কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে আলোচনা হয়।