
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র সঙ্গে নেপালের পানি সম্পদ, জ্বালানী ও সেচ মন্ত্রনালয়ের সচিব গোপাল প্রসাদ সিগদেল এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে উপমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।
ওই প্রতিনিধি দলে ছিলেন, নেপালের পানি সম্পদ, জ্বালানি ও সেচ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শিশির কৈরালা, জল সম্পদ ও সেচ বিভাগের মহাপরিচালক এম.আর. সুশীল চন্দ্র আচার্য, জ্বালানি মন্ত্রনালয়ের জল সম্পদ ও সেচ বিভাগের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইয়াগেন্দ্র মিশ্র, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সেকশন অফিসার হরিহর কান্ত পাউডেল। এসময় বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ এবং নেপালের মধ্যে নদনদী ও পানি সম্পদ উন্নয়ন সম্পর্ক কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে আলোচনা হয়।
পরে উপমন্ত্রী এনামুল হক শামীম নেপাল থেকে আগত প্রতিনিধিদলের সদস্যকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকা উপহার দেন।
এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা নেপালের প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন পানি সম্পদ উপমন্ত্রী।
অন্যদিকে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন নেপালের পানি সচিব।
জানাগেছে, বাংলাদেশ ও নেপালের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ নিবিড় সম্পর্ক বিদ্যমান। এছাড়াও পাশাপাশি দুই দেশের স্বার্থ অক্ষুন্ন রেখে আগামীতে বাংলাদেশ এবং নেপালের মধ্যে নদনদী ও পানি সম্পদ উন্নয়ন সম্পর্ক কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে আলোচনা হয়।