সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ^ তামাক মুক্ত দিবস

শরীয়তপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ^ তামাক মুক্ত দিবস

“তামাক নয়, ফসল ফলান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় শরীয়তপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ^ তামাক মুক্ত দিবস। ৩১ মে বুধবার সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী শহরের জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সামনে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এ সময় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ; এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এ সময় বক্তারা তামাক চাষের স্থান সমূহে খাদ্য ফলানোর বিষয়ের আলোচনা করেন এবং তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবী জানান।


error: Content is protected !!