
শরীয়তপুর সদর উপজেলায় বৃহস্পতিবার ১ জুন কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত। শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের বাজার সংলগ্ন বাঁশ হাটা মাঠে সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ অলি হালদার এর সভাপতিত্বে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন অর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ
এ সময়ে মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তরা বলেন,সরকার কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কৃষি কাজের জন্য বীজ একটি গুরুত্বপূর্ণ উপরণ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে ধান,গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উন্নত জাতের ধান,গম ও পাটের বীজ কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করছেন। বক্তারা বলেন, এই বারি গম-৩৩ জাতটি উচ্চফলনশীল এবং তাপ ও ব্লাস্ট প্রতিরোধী। আধুনিক চাষাবাদে কৃষকদের এগিয়ে আসতে হবে। একই সাথে প্রধান অতিথি বরিশাল, পটুয়াখালি, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মাদারিপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের শেষ্ঠ ৫ জন প্রদর্শনী কৃষক/কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও সাংবাদিকবৃন্দ।