
শরীয়তপুর নড়িয়া উপজেলা সোলায়মান হোসেন (৩৫) নামে এক যুবকের সড়ক দূর্ঘটনায় মুত্যু হয়েছে। পিতা সোহরাব সরদার (৭০) মৃত্যুর খবর শুনে সোমবার দুপুর দেড়টায় শরীয়তপুর নড়িয়া সড়কে ভোজশ^র ইউনিয় চান্দনি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
সোলায়মানের বাবা ৫ জুন সোমবার (আজ) দুপুর একটায় শরীয়তপুর সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন, তার লাশ নিতে আসার পথে ছেলে পথে দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপালে নিয়ে আসে। হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
নিহত সোলাইয়মান চান্দনি গ্রামের মৃত সোরাব সরদারের পূত্র।
জানা নিহতের বাবা বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। (আজ) সোমবার বেলা একটার দিকে মারা যান বাবা, এই মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যাওয়ার জন্য সড়কে দাড়িয়ে ছিলেন তিনি এসময় পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। এঘনায় সোলায়মানের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, ঘাতক চালকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।