Friday 9th May 2025
Friday 9th May 2025

পরিবেশ দিবস সেমিনারে শরীয়তপুর মহিলা কলেজে ছাদবাগান

পরিবেশ দিবস সেমিনারে শরীয়তপুর মহিলা কলেজে ছাদবাগান
পরিবেশ দিবস সেমিনারে শরীয়তপুর মহিলা কলেজে ছাদবাগান

শরীয়তপুর গোলাম হায়দার সরকারি মহিলা কলেজে পরিবেশ দিবসের সেমিনার শেষে ছাদবাগানের উদ্বোধন করা হয়েছে। বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে ৫ই জুন শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে প্লাস্টিকের অপব্যবহার বিষয়ক সেমিনার, র‌্যালি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ছাদ বাগানের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো.ওয়াজেদ কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন অনুষ্ঠানের আহবায়ক উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক শামসুন্নাহার আফরোজা।

আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন এইচ,এম আক্তার হোসেন। প্রতিষ্টাকালীন অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন, মুহাম্মদ সমীর উদ্দিন, মোহসেন উদ্দিন, কাকলি কুন্ডু, কোহিনূর খানম,শান্তা দত্ত, আমিনুল ইসলামসহ সকল শিক্ষকবৃন্দ।

পরে বিপুল সংখ্যক ছাত্রী ও শিক্ষকবৃন্দ মাঠ পরিস্কার, শতাধিক বৃক্ষরোপন শেষে ছাদ বাগান উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ বলেন, জলবায়ু মোকাবেলায় প্রত্যেককে মাটি, বায়ু ও পানি দূষন রোধে সচেতন থাকার আহবান জানান।