Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে অবহিত করুন সভা

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে অবহিত করুন সভা
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে অবহিত করুন সভা

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে অবহিত করুন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ জন) দুপুর ১২টায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১৮ জুন (রবিবার) সারাদেশের মতো শরীয়তপুরের ছয় উপজেলায় এক লাখ ৫৬ হাজার ৬৩৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৩০৫ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৩৭ হাজার ৩৮৮ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এক হাজার ৭৬২ টি কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান-এর সভাপতিত্বে এ সময় ছিলেন, জেলা আওয়ামীলীগ ও প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: সামাদ তালুকদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাইফুর রহমান, মেডিকেল অফিসার ডা. তানভীরুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাবুবর রহমান প্রমুখ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।