
শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও নিরাপদ খাদ্য বিষয়ক-২০১৩ অবহিতকরণ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ জুন) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ তালুত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯থএর উপ-পরিচালক সুজন কাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ অবহিতকরণ সভায় ভোক্তার অধিকার যেন ক্ষুন্ন না হয়, সে বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া সবাই যেন নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন হয়, সে বিষয়ে আলোচনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |