Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর মৌসুমি ফল উৎসব মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে

শরীয়তপুর মৌসুমি ফল উৎসব মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে
শরীয়তপুর মৌসুমি ফল উৎসব মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শরীয়তপুরের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে মৌসুমি ফল উৎসব উদযাপিত হয়েছে।

“ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। ” গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে মৌসুমি ফল উৎসব ২০২৩ উদযাপিত হয়েছে। এ দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে দেশীয় ফলের সমারোহে স্টল প্রদর্শন করা হয়। নানা রংয়ের ও স্বাদের দেশীয় ফলের আয়োজনে রঙিন হয় এ আয়োজন। প্রতিষ্ঠান ৪ হাজার শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ এ আয়োজনে অংশগ্রহণ করে।

প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক বিপিএম পিপিএম। এ সময় তিনি বলেন শিশুদের আমাদের ঐতিহ্যের টানে ফিরিয়ে আনতে নিঃসন্দেহে এটা একটা শুভ উদ্যোগ, আরও বড় পরিসরে আগামীতে এই মেলা আয়োজন করতে তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়, সবশেষে স্টল ভিত্তিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ ও উৎসবের আহবায়ক এম ফরিদ আল হোসাইন বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের গভীর ভাবে সম্পৃক্ত করতেই এ আয়োজন। আগামীতে এই আয়োজন আরো ব্যাপক আকারে করা হবে।