
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৪ জুন সকালে র্যালী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, শরীয়তপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর বাবুল কুমার ভট্টাচার্য্য, ইন্সট্রাক্টর মো. সোহানুর রহমান, নিরাপত্তা কর্মকর্তা ফরহাদ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান পিন্টু মোল্যা, ইউপি সদস্য মহব্বত খান মাসুদ সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
জানা গেছে, কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহ-২০২৩ উপলক্ষে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের বরেন্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ অংশগ্রহন করবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |