
শরীয়তপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বাদ আছর পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে কোর্ট চত্তরে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও তার নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা কমিটির উপদেষ্টা মাওলানা শওকত আলী, জেলা সেক্রেটারী মাও. হাফিজুর রহমান, যুব আন্দোলন নেতা হযরত আলী, জান মোহাম্মাদ তারেক, ছাত্রনেতা আশিক মাদবর প্রমুখ।
সমাবেশ থেকে অবিলম্বে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |