Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে প্রভাবশালী কর্তৃক এক পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ!

শরীয়তপুরে প্রভাবশালী কর্তৃক এক পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ!
শরীয়তপুরে প্রভাবশালী কর্তৃক এক পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ!

শরীয়তপুর সদর উপজেলার পালং গ্রামে আবুল হাওলাদার, বাবুল হাওলাদার ও ফোরহাদ হাওলাদার নামে তিন ভাইয়ের পৈত্রিকসূত্রে পাওয়া ১ একর ৮৩ শতাংশ জমি প্রভাবশালী আ. খালেক সিকদার কর্তৃক দখলের পায়তারার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী আবুল হাওলাদার শরীয়তপুরের বিশেষ পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার পালং গ্রামের মৃত আ. রহমান হাওলাদারের ক্রয়কৃত ৬০নং পালং মৌজায় বি.আর.এস ৯৩৫ নং খতিয়ানের বি.আর.এস নং দাগে নাল ১ একর ৮৩ শতাংশ সম্পত্তিতে তাঁর তিন ছেলে আবুল হাওলাদার, বাবুল হাওলাদার ও ফোরহাদ হাওলাদার দীর্ঘ প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ওয়ারিশসূত্রে মালিক হয়ে বসবাস করে আসছে। বেশ কিছুদিন যাবৎ সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মৃত কালু সিকদারের ছেলে আ. খালেক সিকদার জোরপূর্বক ওই তিন ভাইয়ের জমি ভোগদখল করার চেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্পত্তি দখল করার জন্য ওই পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ জীবন নাশের হুমকি প্রদান করে চলছে। পাশাপাশি মামলা হামলা দিয়ে হয়রানি করছে। সম্প্রতি খালেক সিকদার অজ্ঞাত ১৪-১৫ লোকজন নিয়ে ওই বাড়িতে গিয়ে তাদের সীমানা প্রচীর ও টিনের বেড়া ভাঙচুর করে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংসার চেষ্টা করলেও খালেক সিকদারকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এখন প্রতিনিয়ত আবুল হাওলাদার ও তার দুই ভাইকে নানা ধরনের হুমকি দিয়ে চলছে। তাই ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য শরীয়তপুরের বিশেষ পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ করেছেন।

এব্যাপারে ভুক্তভোগী আবুল হাওলাদার, বাবুল হাওলাদার ও ফোরহাদ হাওলাদার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তি দখলের উদ্দেশ্য খালেক সিকদার গং দীর্ঘদিন যাবৎ পায়তারা করে আসছে। মামলা-হামলা দিয়ে আমাদের নানান নির্যাতন করে আসছে। আমরা এর বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত আ. খালেক সিকদারের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হক বলেন, বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করতে হবে।