Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

প্রত্যন্ত অঞ্চলে লিগ্যাল এইড কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে: জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

প্রত্যন্ত অঞ্চলে লিগ্যাল এইড কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে: জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান
প্রত্যন্ত অঞ্চলে লিগ্যাল এইড কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে: জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

শরীয়তপুর জেলা লিগ্যাল অফিস এর উদ্যোগে রুদ্রকর ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি খরচে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২১ জুন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী এর সভাপতিত্বে এবং সহকারী জজ মোঃ সালাউদ্দিন এর উপস্থাপনায় আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্য সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, রুদ্রকর ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দসহ অন্যান্য গম্যমান ব্যক্তিবর্গ।

সভায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, পৃথিবীর কোন প্রান্তের একজন মানুষ তার ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হলে তা সারা বিশ্বের আইনের শাসনের প্রতি হুমকি স্বরুপ।দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষের বিচার প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। একটি রাষ্ট্রে সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই সেবার বিষয়ে জনগণকে অবগত করতে হলে লিগ্যাল এইডের কার্যক্রমের ব্যাপক প্রচারণা দরকার। এ ক্ষেত্রে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিস গরীবের ন্যায় বিচার প্রাপ্তিতে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।শরীয়তপুরে বিচারের বাণী নীরবে কাঁদতে দেবো না। এক্ষেত্রে শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিস হবে সারা দেশের মডেল। দেশের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে আমরা একটি মানবিক মহাসমাজ গঠন করতে পারব। প্রত্যন্ত অঞ্চলে লিগ্যাল এইড কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।

এছাড়াও উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ খালেদ মিয়া আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এবং লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন।