Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর মহিলা সংস্থায় নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্মশালায় ভাতা প্রদান

শরীয়তপুর মহিলা সংস্থায় নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্মশালায় ভাতা প্রদান
শরীয়তপুর মহিলা সংস্থায় নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্মশালায় ভাতা প্রদান

শরীয়তপুরে তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্মশালা ও ১৫০ জন নারীকে ভাতার চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার ২২ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুর-এর আয়োজনে এ কর্মশালা ও ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুরের চেয়ারম্যান এডভোকেট রওশন আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম বেপারী। এছাড়া জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুরের কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, আমাদের সমাজে পুরুষের চেয়ে নারী বহুমুখী গুণের অধিকারী। নারী শুধু ঘরের সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে এমন নয়, সে সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের শ্রেষ্ঠত্বের অবদান রাখছে। নারী অগ্রগতির ক্ষেত্রে নারীদের স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পুরুষের নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থায় বিউটিশিয়ান, সেলাই, ক্যাটারিং ও ইন্টেরিয়রসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।