
শরীয়তপুরের আড়াই হাজার দুস্থ, দরিদ্র ও অসহায়দের মাঝে ২’হাজার করে মোট ৫০’লক্ষ টাকা ঈদ নগদ অর্থ উপহার বিতরণের অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ন্যাশনাল ব্যাংক প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক শিকদার। শনিবার (২৪ জুন) শরীয়তপুরের ৬টি উপজেলার দুস্থ, দরিদ্র ও অসহায়দের মাঝে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন।
সংসদ সদস্য পারভীন হক শিকদার এ সময় বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার মহামারীর প্রাদুর্ভাবের শুরু থেকেই সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবানুনাশক স্প্রেসহ অসহায়দের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী বিতরণ করি। আজ আমি শরীয়তপুরের ৬টি উপজেলার আড়াই হাজার অসহায় মানুষের মাঝে ২’হাজার করে নগদ অর্থ বিতরণ করেছি। এ বিতরণ সবসময় অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে দেশ উন্নয়নে কাজ করছেন। আমরা যার যার সামর্থ অনুযায়ী সেই উন্নয়নে সহযোগিতা করছি। পরে তিনি বিএনপি-জামায়াতকে প্রতিহত করে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সবাইকে আহবান জানান এবং তার পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল হক সিকদার-এর জন্য দোয়া কামনা করেন।
এসময় জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক সরদার, বীর মুক্তিযোদ্ধা সিকদার আ: মান্নান, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিপ্লব শিকদার ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |