
ভেদরগঞ্জ সার্কেল এ এস পি মোঃ মুশফিকুর রহমান এর অজ্ঞাতনামা মামলার ক্লু উদ্ধার, অপরাধী গ্রেফতার ও চোরাই যাওয়া মালামাল ও মাদক দ্রব্য উদ্ধার এবং অন্যান্য ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল এ এস পি হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে ।
রবিবার ৩ সেপ্টেম্বর শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের আগস্ট ২০২৩ এর মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ) মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশসুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ, সহ বিভিন্ন পর্যায়ের অফিসার – ফোর্সবৃন্দ।
উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার শরীয়তপুর জেলার আগস্ট মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ অফিসারদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।এসময় পুলিশ সুপার বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করলে সকলেই ভালো কাজের প্রতি অগ্রসর হবে এবং ডিউটিতে সকলের মনোবল বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে, জনগনের আস্থার পুলিশ হতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে ।
সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ মুশফিকুর রহমান বলেন, আমাকে শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার নির্বাচিত করে পুরস্কার প্রদান করায় পুলিশ সুপার শরীয়তপুর মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি চির কৃতজ্ঞ থাকিব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |