বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে জন্মনিবন্ধন জালিয়াতি চক্রের ১জন যুবক আটক

শরীয়তপুরে জন্মনিবন্ধন জালিয়াতি চক্রের ১জন যুবক আটক

শরীয়তপুরে নকল(জাল) জন্মনিবন্ধন, ভোটার আইডিকার্ড ও পাসপোর্ট জালিয়াতি চক্রের একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল হক-এর নির্দেশনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ইমরান হোসেন খান(২৮) নামে এক যুবককে গতকাল সোমবার(১০ জানুয়ারী) বেলা ১১টায় সদর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় ঐ যুবককে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পালং মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেছে। ইমরান সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আ: হাকিম খানের বড় ছেলে। সে পৌরসভার ৬নং ওয়ার্ডের রেজাউল করিম কাজী(বিবাহ রেজিঃ) সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সেই সূত্রে বাল্যবিবাহের ক্ষেত্রে বয়স বৃদ্ধিকরণের প্রয়োজন হয়। বয়স বৃদ্ধির জন্য জন্মসনদ সংশোধন করতে হয়। তা ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় সংশোধন করতে গেলে অসম্ভব। কিন্তু ইমরান হোসেন খান-এর জন্য এটা কোন বিষয়-ই না। সে কিছু ইউনিয়ন ও পৌরসভার আইডি হ্যাক করে জন্মনিবন্ধন তৈরী করে এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নকল সিল তৈরী করে জন্মনিবন্ধনে সিল মেরে দেয়। এছাড়া জন্মনিবন্ধনের পরে মোটা অংকের টাকার বিনিময়ে জটিল ভোটার আইডিকার্ড ও পাসপোর্ট তৈরী করে থাকেন বলে গোপনসূত্রে জানা যায়।

পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, ইমরান হোসেন নিজস্ব একটি চক্র তৈরী করে নকল জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট তৈরী করতেন। বিশেষ শরীয়তপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে বিভিন্নজনকে টার্গেট করে এই কাজ করত ইমরান। মালেশিয়াসহ বিভিন্ন দেশে লোকবল পাঠানোর জন্য বয়স ও ঠিকানা পরিবর্তন করে ইমরান নিঁখুত ভাবে এসব তৈরী করত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পালং মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ইমরান হোসেন নামে ওই সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে। জালিয়াতি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


error: Content is protected !!