Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে এসিআইমটর্সের ‘সোনালীকা ট্রাক্টর’ নেটওয়ার্ক পার্টনারস মিট

শরীয়তপুরে এসিআইমটর্সের ‘সোনালীকা ট্রাক্টর’ নেটওয়ার্ক পার্টনারস মিট
শরীয়তপুরে এসিআইমটর্সের ‘সোনালীকা ট্রাক্টর’ নেটওয়ার্ক পার্টনারস মিট

শরীয়তপুরে এসিআই মটরর্স লিঃ এর ‘সোনালীকা ট্রাক্টর’ ও ‘ফোটন পি-কাপ’ নেটওয়ার্ক পার্টনারস মিট-২০২৩ এর অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

সোমবার ১১ সেপ্টেম্বর শরীয়তপুর পৌরসভার বিসিক শিল্পনগরী ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সংলগ্ন প্রেমতলা নামক স্থানে এসিআই মটরর্স এর শো-রুম “আব্দুল মালেক ট্রেড ইন্টারন্যাশনাল”এ অনুাষ্ঠিত হয়।

শরীয়তপুর ডিলার শহীদুল ইসলাম পাইলট-এর সভাপতিতে উপস্থত ছিলেন এসিআই মটরর্স লিঃ এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতিয়ার রহমান, ট্রাক্টর বিভাগের সিনিয়র টেরিটরি ম্যানেজার হাবিবুর রহমান, ফোটন পি-কাপ বিভাগের টেরিটরি ম্যানেজার শাহাদাত হোসেনসহ এসিআই মটরস্-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকবৃন্দ।

এ সময় এ সি আই মটরস্-এর প্রতিনিধি কর্মকর্তা-কর্মচারীগণ তাদের পণ্যের গুনগত মান ও চাহিদার কথা তুলে ধরেন। এসব পণ্য স্বল্পমূল্যের কিস্তিতে ক্রয় করে নিজেকে স্বাবলম্বী করার জন্য আহবান জানান।