
শরীয়তপুর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপিত হয়েছে।
“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে শরীয়তপুর জেলা পুলিশ, শরীয়তপুর এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম।
পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তানভীর হায়দার। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাগণ-সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |