Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর এলজিইডি’র ৪’টি ব্রিজ উদ্বোধন করলে ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর এলজিইডি’র ৪’টি ব্রিজ উদ্বোধন করলে ইকবাল হোসেন অপু এমপি
শরীয়তপুর এলজিইডি’র ৪’টি ব্রিজ উদ্বোধন করলে ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর জেলার- এলজিইডি আওতায় জাজিরা উপজেলায় গুরুত্বপূর্ণ নদীর উপর চারটি বড়ো ব্রীজের উদ্বোধন ও দুইটি সড়কের ভিত্তি প্রস্তর উদ্ভোদন করা হয়েছে।

বিকালে উপজেলাধীন বড়কান্দি ইউনিয়নে – মরহুম দেলোয়ার হোসেন দবির মাল সেতু, মূলনা ইউনিয়নের- বীর মুক্তিযোদ্ধা মরহুম এস্কানদার সরদার সেতু, জয়নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন মাস্টার সেতুর,ও সেনেরচর ইউনিয়নে নদীর উপর বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার আকন সেতুর এবং পালেরচড় ইউনিয়নের রাস্তার কাজের ভিত্তি প্রস্তর ও গোপালপুর ইউনিয়নের দেওয়ান কান্দি পাকা রাস্তা উদ্ভোদন করে করা হয়েছে।

ভিত্তি প্রস্থ: ও নতুন ব্রীজের উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -১ আসানের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সদর সপ্তরে ত্বাবধায়ক প্রকৌশলী ( প্লানিং) মোঃ জসিম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাজাহান ফরাজি,সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইদ্রীস ফারাজি ও মেস্সাস আমিন বিল্ডাস এর ঠিকাদার প্রতিষ্ঠান -ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন।