Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেহেদী জামিল

শরীয়তপুর-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেহেদী জামিল
শরীয়তপুর-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেহেদী জামিল

শরীয়তপুর-১ (সদর- জাজিরা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল। রবিবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সদস্য শাহাবুদ্দিন ফরাজীর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মেহেদী জামিল বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি নিয়মিতই আমার নির্বাচনী এলাকায় যাই। দলীয় নেতাকর্মী ও জনসাধারণের পাশে থাকি। শরীয়তপুরের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। শরীয়তপুর-১ নৌকার মাটি, নৌকার দেশ, টিকেট পেলেই লেটারে পাশ। জননেত্রী শেখ হাসিনা আমাকে দিলে বিপুল ভোটে বিজয়ী হবো। আর
এখানে যাকেই মনোনয়ন দেবেন, তাকেই বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং শতভাগ বিজয়ী হবো ইনশাআল্লাহ।