
শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান-কে সংবর্ধনা প্রদান করা হয় অদ্য ২৬ নভেম্বর , ২০২৩ খ্রি:।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক ( সিনিয়র জেলা জজ) মোঃ সোহেল আহমেদ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, সিভিল সার্জন আবুল হাদি মুহাম্মদ শাহ পরান, জেলা প্রশাসন প্রতিনিধি, পুলিশ প্রশাসন প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: কামরুল হাসান, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মির্জা হযরত আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।
সভায় বিদায়ী অতিথি জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, আমি শরীয়তপুরে প্রায় দেড় বছর জেলা জজ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সব সময় শরীয়তপুরবাসী বিশেষ করে শরীয়তপুরের গরীব-অসহায় মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। কর্তৃপক্ষ আমাকে জেলা ও দায়রা জজ, রাজশাহী হিসেবে বদলী করেছেন। আমি যেখনেই থাকি না কেন আমি সর্বদা বিচার প্রার্থী মানুষের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |