বিচার বিভাগ অন্ধকারে আলোর দিশা: সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান
শরীয়তপুরের জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর জেলা ও দায়রা জজ, রাজশাহী হিসেবে বদলী জনিত বিদায় উপলক্ষে শরীয়তপুর বিচার বিভাগ কর্তৃক এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় ২৭ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তারিক এজাজ এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মোঃ সোহেল আহমেদ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, সিভিল সার্জন আবুল হাদি মুহাম্মদ শাহ পরান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, সাধারণত সম্পাদক অ্যাডভোকেট মো: তাজুল ইসলাম, বিজ্ঞ সরকারি কৌসুলি অ্যাডভোকেট আলমগীর মুন্সী, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মির্জা হযরত আলী সহ বিজ্ঞ বিচারকবৃন্দ এবং বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উক্ত বিদায় সংবর্ধনা সভায় বিজ্ঞ বিচারকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকলে বিদায়ী অতিথি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রমের বিস্তার ও ব্যাপক হারে মামলা নিষ্পত্তির ভূয়সী প্রশংসা করেন।
বিদায়ী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ তার বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বিচার বিভাগ অন্ধকারে আলোর দিশা মর্মে অভিহিত করেন।