
শরীয়তপুরে ‘কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় শরীয়তপুর সদর হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গাজী শরীফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: হাবিবুর রহমান, কনসালটেন্ট শিশু ডা. রাজেশ মজুমদার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমা প্রমুখ। এসময় স্বাস্থ্য বিভাগ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সংবাদকর্মী, এনজিও প্রতিনিধিসহ সচেতন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী এইডস একটি মরনব্যাধি। এ রোগের কোনো নিরাময় নেই, তবে সঠিক চিকিৎসায় দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। তাই এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, এইডস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এইডস প্রতিরোধ সম্ভব।
সভায় বক্তারা এইডস প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |