
শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় একটি মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরছে। আজ শনিবার সকাল থেকে বড় আকারের হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, দেয়ালে, আবার কখনো সড়কে ঘোরাফেরা করছে হনুমানটি। এটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, হনুমানটি আজ সকালে স্বর্ণঘোষ দিঘির পাড় এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে পাশের এলাকা বড়াইলের দিকে ছুটে যেতে দেখেছেন তারা। এ সময় অনেকেই হনুমানটিকে কলা, পাউরুটি, বিস্কুট খেতে দেন।
এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘খাবারের অভাবেই হনুমানটি লোকালয় চলে এসেছে। হনুমানটিকে বিরক্ত না করাই উত্তম। তবে আমার পরামর্শ থাকবে হনুমানটির থেকে যেন সকলে দূরত্ব বাজায় রাখে।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, হনুমানটি হয়তো দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। অনেকেই হনুমানটিকে বিভিন্ন ধরনের খাবার দেয় তাই তারা লোকালয় ছাড়তে চায় না। খাবার না দিলে কয়েক দিন পরে এমনিতেই চলে যাবে। যেহেতু বাংলাদেশের অনেক জায়গায়ই হনুমান ও বানরের বসবাস। তবে ধারণা করা যায় খুলনা বা মাদারীপুর থেকে শরীয়তপুরে ঢুকতে পারে হনুমানটি।
হনুমানটিকে দেখতে আসা উৎসুক জনতাকে প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন কর্মকর্তারা হনুমানটিকে বিরক্ত না করার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, হনুমানটিকে খাবার দিলে সে লোকালয়েই থেকে যাবে। খাবার না দিলে কয়েক দিনের মধ্যেই সে লোকালয় ছেড়ে চলে যাবে।