Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকা

শরীয়তপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকা
শরীয়তপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকা

শরীয়তপুরে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের খবরে অস্থির হয়ে ওঠা পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযানে শহরের আঙ্গারিয়া বাজারে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

অভিযানে দেখা যায়, আঙ্গারিয়া বাজারের মেসার্স মাহবুব খান ট্রেডার্স নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। এছাড়াও দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা ছিল না।

অভিযানে মেসার্স মাহবুব খান ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এছাড়াও যৌক্তিক মূল্যে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক সুজন কাজী দৈনিক রুদ্রবার্তাকে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত বাজারের মনিটরিং করা হবে যাতে করে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের না ঠকাতে পারে।