
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম।
আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির জন্য একটি গৌরবময় দিন। এই দিনে আমরা আমাদের স্বাধীনতা ও বিজয়ের আনন্দ উদযাপন করি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তিনি আমাদের স্বাধীনতা অর্জনের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার নেতৃত্বে আমরা পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছি।
পুষ্পস্তবক অর্পণের সময় পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোঃ আহসান হাবীব, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে শরীয়তপুর জেলা পুলিশ মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |