Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো আবাদ

শরীয়তপুরে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো আবাদ
শরীয়তপুরে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো আবাদ

 

 

শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামে ৮৫ জন কৃষক সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে হাইব্রিড বোরো আবাদ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর সদরের ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল ৫০ একর জমিতে রোপণের জন্য বীজ, ট্রেতে বীজতলা তৈরী, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ কাজের উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।

 

উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার বলেন, সময়, শ্রম ও খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে ধান আবাদের মাধ্যমে কৃষককে অধিক লাভবান করতে তাদের এই কার্যক্রম। কৃষি বিভাগ কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে প্রণোদনার মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। ধান কাটার সময়ও কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দিও যান্ত্রিক প্রক্রিয়ায় করা হবে।

 

জেলা প্রশাসক বলেন, কৃষকের জন্য ও দেশের জন্য কৃষিকে লাভজনক করতে এই যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করা অত্যাবশ্যকীয়। কৃষক স্বাবলম্বি হলে দেশও আগামীর স্মার্ট বাংলাদেশের দিকে দ্রুত এগিয়ে যাবে। আমরা এই প্রক্রিয়া পর্যায়ক্রমে সমগ্র জেলায় ছড়িয়ে দিতে সকলে মিলে মিশে কাজ করবো।