Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে এক রাতেই তিন ঘরে সিঁধ কেটে চুরি, এলাকায় আতঙ্ক

শরীয়তপুরে এক রাতেই তিন ঘরে সিঁধ কেটে চুরি, এলাকায় আতঙ্ক
শরীয়তপুরে এক রাতেই তিন ঘরে সিঁধ কেটে চুরি, এলাকায় আতঙ্ক

শরীয়তপুরের পৌরসভায় শুক্রবার দিবাগত রাতে এক রাতেই তিনটি ঘরে চারটি সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

চুরির ঘটনায় ভুক্তভোগীরা হলেন, শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের অসীম কুমার দাস, মহাদেব চন্দ্র দাস, বিপুল চন্দ্র দাস।

চুরি হওয়া বাড়ির মালিক মহাদেব ও অসীম কুমার জানান, রাত সাড়ে ৩টার দিকে মহাদেব চন্দ্র দাসের ঘরে এক শিশু কেঁদে উঠলে ঘরের সবার ঘুম ভেঙে যায়। তখন তারা দেখতে পান ঘরে সিঁধ কাটা হয়েছে। ততক্ষণে চোরের দল মোবাইল, ঘড়ি ও কাপড় নিয়ে পালিয়ে যায়।

স্বর্ণঘোষ গ্রামের বাসিন্দা সাফ্ফার সিকদারসহ অনেকেই বলেন, সিঁধ কাটার ঘটনায় আমরা আতঙ্কিত। একই রাতে তিন ঘরে চারটি সিঁধ কাটার ঘটনা ঘটেছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সিঁধ কেটে চুরির ঘটনাটি আমি শুনেছি। কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।