
শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমকে গতিশীল করতে ২৫টি সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের মাঠে ভিডিপির সদস্য হাতে সাইকেল তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্তত ৫ হাজার সদস্য। ভোটের আগে থেকে তারা বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন। এছাড়া ভোটের দিন নির্বাচনী মালামাল নিয়ে তারা ভোটকেন্দ্রে যাবেন। নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য এবং যাতায়াতের বাহন হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ২৫টি সাইকেল দেয়া হয়।
এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র গুলোর পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুন্দর রাখতে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। তাদের যাতায়াতের জন্য আমাদের বাহিনীর পক্ষ থেকে কোনো ভাতা দেয়া হয়না। নির্বাচনের সময় তারা যেন সুন্দরভাবে ভোট কেন্দ্রগুলোতে ভোটের মালামাল নিয়ে যাতায়াত করতে পারে এই বিষয়টি বিবেচনা করে এই সাইকেলগুলো দেয়া হয়েছে। এই সাইকেলগুলো পেয়ে তারা নির্বাচনের সময় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা আনসার বাহিনীর সহকারী কমান্ড্যান্ট ফারুক ইসলাম, সার্কেল এ্যাডজুট্যান্ট আব্দুল মান্নান মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব কুমার, ভেদরগঞ্জ উপজেলা প্রশিক্ষক নাজমুল হক ও অন্যান্যরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |