
রেড ক্রিসেন্ট শরীয়তপুর জেলা ইউনিটের তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ ডিসেম্বরে রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিবের সাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৩ ডিসম্বরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে ৫১তম বার্ষিক সাধারণ সভা হয়।
২০২৪-২০২৬ মেয়াদের এই কমিটিতে পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অনল কুমার দে, চতুর্থ বারের মতো সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর মুন্সী, নির্বাহী সদস্য যথাক্রমে ইকবাল হোসেন অপু এমপি, কামরুজ্জামান উজ্জল আকন্দ, মো. গোলাম মোস্তফা, সামিনা ইয়াসমিন, তাইজুল ইসলাম সরকার, মো. নুহুন মাদবর, মো. দেলোয়ার হোসেন তালুকদার, শেখ মোস্তফা খোকন।
নির্বাচনে কোনো পদের বিপক্ষে অন্য কোনো প্রার্থী না থাকায় এবং উল্লেখিত প্রার্থীদের প্রার্থিতা বৈধ হওয়ায় তাদেরকে ২০২৪-২০২৬ মেয়াদে তিন বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপির’র সভাপতিত্বে ৫১তম বার্ষিক সাধারণ সভা হয়। সভায় ২০২২ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৩ সালের ইউনিটের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, ২০২২ সালের অডিট রিপোর্ট পাস, ২০২৪ সালের ইউনিটের বার্ষিক বাজেট অনুমোদন। সভায় আজীবন ও বার্ষিক সদস্যদের উপস্থিতিতে ওই কার্যক্রমের প্রস্তাব ও অনুমোদন নেয়া হয়।