Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা

শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা
শরীয়তপুরে তথ্য অফিসের উদ্যোগে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা

শরীয়তপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়। উক্ত ”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতায়” জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা, এছাড়া আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুজন সাহা, সহকারী শিক্ষক, সংগীতা সাহা ও রোকসানা খানমসহ স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতার শুরুতে মহান মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

উক্ত এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার বলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ইতিহাস হলো মুক্তিযুদ্ধের ইতিহাস। আমাদের শিক্ষার্থীদের দেশকে জানতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা তাঁদের জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাঁরা দেশকে স্বাধীন করেছেন বলেই আজ আমরা স্বাধীন ও স্বার্বভৌম দেশের নাগরিক। তাই তিনি দেশকে ভালোবাসার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাঁদের আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন৷ বীর মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনে শিক্ষার্থীসহ উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে যান। বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, এখন আমাদের সকলের দায়িত্ব হলো দেশকে ভালোবেসে, দেশের জন্য কাজ করে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত করা।