
শরীয়তপুরের জাজিরা উপজেলার পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গত শুক্রবার শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী ইকবাল হোসেন অপুর পক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তর ও দক্ষিণ খোশাল শিকদার কান্দি, গফুর মোল্লা কান্দি, মনির বেপারী কান্দি, লকাই কাজি কান্দি ও আহাদ্দী মাদবর কান্দির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলাবিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে আমাদের এলাকার চেহারা পাল্টে দিয়েছেন। ৭ তারিখের নির্বাচনে আপনারা সকলে পরিবারের অন্যন্য সদস্যদের একসঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ৫ম বারের মতো নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা পৌরসভা মেয়র ইদ্রিস মাদবর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা হযরত আলী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খান, জাজিরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ মুন্সি, জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আকন, জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর, জাজিরা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ মাদবর, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাল, জাজিরা উপজেলা আওয়ামী লীগ নেতা সোহাগ বেপারী, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |